Friday, 1 May 2020

তুমি ইরফান …

যে আসন ছিল অপেক্ষাতে বহুদিন ,
এসেছিলে তার কাছে শতকাল পরে
বাধা ছিল পথে, 
পায়ে ছিল কাঁটা, 
তবু তুমি এসেছিলে পেরিয়ে সে বাধা
করেছিলে জয় ,
প্রতিটি হৃদ্য়, 
হেসেছিলে আঁখি কোনে , সেতো সুখময়
গেয়েছিলে গান ,
ভরিয়ে পরান,
ঝুলি ভরে নিয়েছিলে নিজ সম্মান
ছিল পীড়া ,
ছিল আশা ,
ভয় ছিল , তবু ছিল কিছু  প্রত্যাশা
বোঝো নাই তুমি,  
বুঝি নাই আমি ,
সময়ের আগে শমন আসিবে নামি
মধ্যগগনে তারা ,
ঢাকা হল মেঘে ,
অসময়ে গেলে উঠি সিংহাসন ছেড়ে।
ছবি রবে , 
রবে গান ,
রয়ে যাবে তব নাম ,
শতকোটি আঁখিজলে লহগো প্রণাম 
তুমি ইরফান ।।


মৌমিতা সাহু
১লা মে ২০২০, ব্যাঙ্গালোর

No comments:

Post a Comment