Wednesday, 30 May 2018

বৃষ্টি


বৃষ্টি,
আমি তোমায় ভালোবাসি ।

ভালোবাসি, 
তোমার হঠাৎ আসা ,
হঠাৎ চলে যাওয়া।
আকাশ ভেঙ্গে মাটির বুকে ,
লুটোপুটি খাওয়া

ভালোবাসি,
তোমার লুকোচুরি ;
অঝোরে ঝরে পড়া ,
রাত্রি শেষে ,
না বলে আসা , করুণ শ্রাবণ ধারা

কভু এসে তুমি ভাসাও মোরে ,
খড় কুটো সম ভাবি
কখনোবা শুধু ছুঁয়ে ছুঁয়ে যাও, 
যখন তুমি কবি

ভালোবাসি ,
তব ঝিরিঝিরি ঝরা ,
ক্লান্ত শ্রাবন দিনে ;
মন খারাপের খোরাক তুমি ,
আমার রবির গানে

সোঁদা গন্ধ , সে তো তোমারই দান ;
বুক ভরে নিই যারে ,
মাটি ভিজেছে দিন রাত্রি ,
তোমায় বোঝার তরে

কখন এসেছ বজ্র হাতে ,
হেনেছও বার বার ;
কখন এসেছ, সাথে ঝোড়ো হাওয়া ,
থেমে গেছে পারাপার

তবু ভালোবাসি, তোমাকেই আমি,
শত দোষ গুন মানি ;
তুমি না থাকলে কে ভাসাতো মোরে ,
আমি যে অভিমানি ।।


মৌমিতা সাহু 
৩১শে মে ২০১৮, ব্যাঙ্গালোর








No comments:

Post a Comment