Wednesday, 17 January 2018

বৈষম্য

সবুজের মাঝে আছে কিছু লাল,
আর আছে কিছু সাদা ।
কারোবা  আছে গোলাপির মায়া,
কারোবা হলুদ কায়া।।

কেহ আছে পড়ে মাটিকে আঁকড়ে ,
কেহ মাথা তুলে চায় ।
কেহ ঝুলে বাঁচে অন্যের গলে ,
কেহ গগন ছোঁয়ায় ।।

বাকল ঝরায় বছরের পরে,
কারো ঝরে পড়ে পাতা
কেউ ভরে ওঠে রাশি রাশি ফুলে,
কারো দেহ ভরা কাঁটা ।।

সকল বাঁচে নিজ নিজ পথে,
একই ধরণীর বুকে ।
মনুষ্য জাতি আজও কেন তবে,

শত বৈষম্য খোঁজে ?


মৌমিতা সাহু

১৭ই জানুয়ারি ২০১৮ , ব্যাঙ্গালোর

1 comment: