রং পেন্সিল হাতে , আঁকি ঘরবাড়ি।
তার মাঝে উঁকি মারে, গাছ ও গাছালি।।
সূর্যও আঁকলাম, আর আঁকি জল।
মাঠ আঁকি ঘাট আঁকি, হাঁসেদের দল।।
ফুলে ফুলে ভরিয়েছি, শাখা প্রশাখা।
তারি আসে পাশে চলে, মধুর খেলা।।
রঙে রঙে ভরে যাবে, এই ছবি খানি।
রং দিয়ে চিনে নিয়ো, কোথা আছ তুমি।।
নীল আকাশের গায়ে,
রাঙা রোদ লাগে।
কিছু পাতা ঝরে গিয়ে, ছড়িয়েছে পথে।।
ফাল্গুনী ফুল বনে,
আগুনের ছটা।
তারি দিকে ধেয়ে যায়, মধু মক্ষিকা।।
দীঘি ভরা জলে পড়ে, প্রতিবিম্ব।
মনের ক্যানভাসে
এলো, আজি বসন্ত।।
Moumita Sahu
1st March 2017, Bangalore
No comments:
Post a Comment