Tuesday, 21 June 2016

বাংলা মানে

দেখেছ কি তুমি  ভোরের আকাশে সূর্যের আগমন;
দিয়েছ কি তারে  গোধূলি বেলায় বিদায় সম্ভাষণ  ?

তুমি কি দেখেছ সোনালি ফসলে ভরা বাংলার বুক ;
দেখেছ কি তুমি পলাশ ফুলের, বসন্তে রাঙা মুখ ?

বানের জলে  ভাসতে ফসল কিংবা ভাসতে প্রাণ ;
দেখেছ কি তুমি জলের অভাবে শুকিয়ে যাওয়া ধান ?

ফুল পাতা ভরা  পদ্ম পুকুর ,করেছ কি সেথা স্নান ;
কুড়ালে কি তুমি ভোরের শিউলি,  নিয়েছ কি তার ঘ্রাণ ?

তুমি কি দেখেছ বৈশাখী ঝড়, কুয়াশায় মোড়া ভোর ;
করেছ কি তুমি নদীর কিনারে ভোজনের তোড়জোড় ?

বৃষ্টিতে ভিজে জল কাদা মেখে খেলেছ কি ফুটবল ;
দেখছ কি তুমি মাঠের মাঝে জ্যান্ত মাছের দল  ?

মাঠ ভরা সাদা রজনীগন্ধা, লাল  গোলাপের চাষ ;
মাতালো যে হাওয়া , সেই  না দেখা বকুল ফুলের সুবাস?

চড়েছ কি তুমি পালকি কখনো, দিয়েছ কি রথে টান ;
শুনেছ কি তুমি একতারা হাতে কোন বাউলের  গান ?

তোমদের কাছে ,

বাংলা মানে মিষ্টি দই আর রসগোল্লার হাঁড়ি ।
বাংলা মানে ইলিশ মাছ,  লাল পাড় সাদা শাড়ি ।।
বাংলা মানে ভিক্টোরিয়া,  দুর্গা মায়ের মুখ ।
বাংলা মানে সেই পুরনো শহর দেখার সুখ ।।
বাংলা মানে হাওড়া ব্রিজ  আর গঙ্গার বুকে নৌকা ।


বাংলা মানে তোমরা বোঝো শুধুই কোলকাতা ।।



মৌমিতা সাহু , ব্যাঙ্গালোর
২২-০৬-২০১৬

4 comments:

  1. Darun hoyechhe...Khub e sundor

    ReplyDelete
  2. Abhabei kobi- sahityik ra lekha shuru kore...

    ReplyDelete
    Replies
    1. Asole , aajkal movie te bengal ke ebhabei dekhano hay. ar baire theke bujechi , sbar mone bangala mane kolkatai boje. eta tar e reaction. Prakritir niyomei protita jaygar akta nijassy flavor ache. Banglar o ache . Seta katojon jane.

      Delete