হে মোর পরিবার, বন্ধু
বর্গ, প্রতিবেশী, গ্রামবাসী,
আত্মীয় স্বজন, দেশবাসী ,
হে মোর বিশ্ববাসী ;
আমার প্রশ্ন শোন ;
মেয়েমানুষ না
ভেবে আমায়,
মানুষ ভাবো না কেন
?
মায়ের কোলের শিশু
আমি,
বিদ্যালয়ে পড়ুয়া
।
খেলার মাঠে
খেলোয়াড়,
আর যুদ্ধক্ষেত্রে
যোদ্ধা ।
আকাশপথে গগনচারী,
মাটির তলায়
খননকারী ।
পথের মাঝে পথিক আমি,
জীবন ছাড়া মুর্দা
।
দয়া চাই না ,
ভিক্ষা চাই না ,
কোরোনা অনুগ্রহ ।
পথের কাঁটা না
হয়ে আমায় ,
এগিয়ে যেতে দিও ।
দিও শ্রমের পারিশ্রমিক
,
মনুষ্যতার মান ।
চাই না কোন
সংরক্ষন ,
চাই না কোন দান ।
চাই না কোন মহিলা
চালক ,
চাই না গোলাপি ট্যাক্সি
।
মেয়েমানুষ না
ভেবে আমায় ,
মানুষ ভাবো যদি ।
কোরোনা আমার
রুপের পূজা ,
গেওনা গুনের গান
।
কুনজরে আর দেখো
না আমায় ,
কোরোনা অপমান ।
হাতে হাত রেখে বন্ধুতা
করো ,
কাঁধে কাঁধ মিলে
কাজ ।
তুমি আর আমি
মানুষ হলেই ,
বাঁচবে মনুষ্য
সমাজ ।
- Moumita Sahu
No comments:
Post a Comment