Wednesday, 27 June 2018

শিউলি


যে শিউলি ফুটেছে রাতে ,
ঝরবে ভোরের আগে
জাগবে সে কি তোমার স্পর্শে ,
ভাসবে সৌরভে ।।
হয়তো আসবে কুড়াতে তারে
রাখবে আগলে হাতে ?
হয়তো তারে সাজাবে সযতনে,
দিন শেষে হারাবে ।।
হয়তোবা তারও মুক্তি হবে,
হিমেল পরশে ।
কিংবা শুকাবে মুঠোর ভেতরে , 
মনের হরষে ।।
তুমি না এলে থাকবে ছড়ায়ে ,
শিশির ভেজা ঘাসে ।
যদি চাও তারে রেখো কুড়ায়ে ,
থাকবে খানিক পাশে ।।



মৌমিতা সাহু
২৭ই জুন ২০১৮ , ব্যাঙ্গালোর

Sunday, 17 June 2018

লুকোচুরি


আমি শুধু বলি, সে থাকে চুপ করে
আজানা সে ভয়ে, লুকায়েছি শব্দের আড়ালে ।।
চোখ বুজে যারে দেখি প্রতি ক্ষণেক্ষণে
তারই সাথে কথা বলি আমি আনমনে ।।
যার চোখে চোখ আমি রাখিতে না পারি
মুহূর্ত দেখার শেষে শ্বাস নিতে নারি ।।
যার ত্বরে করি অহেতুক আভিমান
তারই লয়ে গাহিয়াছি কত শত গান ।।
জানি আমি জানি, আমি একা এই পথে
জানি, সে রবে না কভু মোর সাথে ।।
তাও আজও আমি বলি,  সে থাকে চুপ করে
আজও আমি লুকায়েছি শব্দের আড়ালে।।


মৌমিতা সাহু
১৭ই জুন ২০১৮, ব্যাঙ্গালোর

Tuesday, 5 June 2018

না পাওয়া


ভাগ্যিস পেলাম না তোমায় ,
জানি না পেলে কি হত ।।
হয়তো করতাম পুজা ,
করতাম মাথা নত ;
ভালোবাসা যায় না বলা তাকে ,
খানিক আরাধনার মত
ভাগ্যিস পেলাম না তোমায় ,
জানি না পেলে কি হত ।।
বুঝি,  
তোমার না বলা হাজার কথা ;
এঁকেছি তোমার ছবি ,
মনের রঙিন পাতায়
লিখেছি হাজার কবিতা ,
বেঁধেছি শব্দ সুতায়
তবুও, 
না পাওয়া তুমিই ভালো ,

না জানি পেলে কি হত ।।



মৌমিতা সাহু
৬ই জুন ২০১৮, ব্যাঙ্গালোর

চোরা বালি


জানি আমি চোরা বালি আছে এই পথে ,
কত জন হারায়েছে এই পথ বাঁকে
চাইনা খোয়াতে তোরে, ওরে অচেনা ;
না পেয়ে হারানোরও আছে যাতনা
গ্রীষ্মের দাবদাহে শুকায়েছে পানি ,
কোথা আছে চোরা বালি কেহ নাহি জানি
রোস যদি ক্ষণকাল আসিবে শ্রাবণ ,
ভাসবে পথঘাট হলে বরষন
তুমি এসো নাও লয়ে , আমি লব ভেলা ;
চোরা বালি পার হব মোরা এই বেলা
হারাব না মোরা কোন চোরাবালিতে ,
মিলিব তোমার সনে মোর ভেলাতে ।।




মৌমিতা সাহু
৬ই জুন ২০১৮, ব্যাঙ্গালোর

ক্ষণকাল


এসেছিল সাঁঝ আমার কাছে, 
তোমায় নিয়ে সাথে
কালের দণ্ড দাঁড়ায়েছিল ,
তারই খুশিতে ।।

রুদ্ধ শ্বাসে বকেছি প্রলাপ ,
না জানি শুনেছি কত ;
হারায়েছিলাম তোমার চোখে ,
পথ ভোলারই মত ।।

ঝাপসা ছিল চারপাশটা ,
স্পষ্ট ছিলে তুমি
জমছিল শুধু ভালোলাগা ,
আর কিছু না জানি ।।

কেন সে ক্ষণ চলে গেল ;
ফিরবে কবে সে?
না জানি তুমি আসবে কবে ;
কোন সে দিবসে !




মৌমিতা সাহু 
৬ই জুন ২০১৮, ব্যাঙ্গালোর

অরণি


যজ্ঞ হবে ,
নিজেকে জ্বালিয়ে পোড়াব তোমায় ;
জ্বলবে আলো ,
ঘুচবে আঁধার ,
উৎসর্গ করব মন প্রাণ
স্বপ্ন , নতুন জীবনের ;
পরিকল্পনা , নতুন পথ চলার ;
প্রস্তুতি, যুদ্ধ জয়ের ;
তোমার ; আমার
ভালোবাসার এই যজ্ঞে ,
আমি অগ্নি , তুমি অরণি ।।




মৌমিতা সাহু 
৬ই জুন ২০১৮, ব্যাঙ্গালোর