Wednesday, 28 June 2017

ক্যাকটাস


ঐ বুড়ো রোদ পোড়ায় তারে,  পুরানো আগুনে ।
ঐ ঝোড়ো হাওয়া ওড়ায় তারে,  বালুর পবনে ।।
পায়ের তলায় রুক্ষ জমি,  শুষ্ক চারিধার ।
শিকড় ফুঁড়ে খুঁজতে থাকে,  গুপ্ত জলাধার ।।
সঞ্চয় করে সিন্ধু কনা,  বিন্দু বিন্দু করে ।
কাঁটায় শরীর ভরিয়ে রাখে,  হরিতে না কেউ পারে ।।
সহস্র বার ছিন্ন হয়ে,  শত কোটি বার বাঁচে ।
প্রাণের রেখা ফুটিয়ে রাখে,  মরুর ভাঁজে ভাঁজে ।।
নিঠুর প্রকৃতি তারি জন্যে, যে জানে করতে যুদ্ধ ।
জীবন সুধা খোঁজার তরে,  মোরে করে  উদ্বুদ্ধ ।।


মৌমিতা সাহু , ২৮শে জুন ২০১৭
ব্যাঙ্গালোর


Tuesday, 27 June 2017

পাথেয়

যে ভালোবাসা যায় না দেখা ,
ধরা পড়ে না চোখে ।
যে অনুভূতি যায় না মাপা ,
আঁকা হয় না মুখে ।
সেই ভালোবাসা পেয়েছি আমি ,
আমার পিতার কাছে ।।

যে মানবতা ধর্ম মানে না ,
মুক্ত মনের কাছে ।
যে উদারতা শত্রু বোঝে না ,
কর্তব্য পুরাভাগে ।
সেই ধর্ম শিখেছি আমি ,
আমার পিতার কাছে ।।

যে বন্ধুতা হাত ছাড়ে না ,
মুহূর্ত শেষ আগে ।
যে শিক্ষা দেয় না বাধা ,
স্বপ্ন পুরণ মার্গে ।
সেই শিক্ষা পেয়েছি আমি ,
আমার পিতার কাছে ।।

মুদ্রা যেখানে মূল্যহীন ,
মানুষ মূল্যবান ।
পিতার আশিস পাথেয় করে ,
গাইব জয়গান ।।


মৌমিতা সাহু , ১৮ই জুন ২০১৭

ব্যাঙ্গালোর

Monday, 12 June 2017

কালো মেঘ

বাড়ছে মেঘের আনাগোনা ,
মুখ হয়েছে ভারি ;
ঈশান কোনে জল জমেছে ,
ঝরছে  ধারা বারি ।।

উড়ছে না মেঘ ঝোড়ো হাওয়ায় ,
মেলে না ঐ রোদের দেখা ;
অজানা ভয়ে পথের বাঁকে ,
বট গাছটাও একা ।।

ও মেঘ তুমি যাও না চলে ,
বাসি না তোমায় ভালো ;
তুমি মাঝে আছো বলেই ,
দিনটা এমন কালো ।।


মৌমিতা সাহু

১২ই জুন ২০১৭, ব্যাঙ্গালোর